• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দাসেরবাজারে নৌকাকে ডুবিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
দাসেরবাজারে নৌকাকে ডুবিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথী স্বপন কুমার চক্রবর্তী জয়ী হয়েছেন। তিনি নৌকার প্রার্থী জিয়াউর রহমানকে হারিয়ে জয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথী স্বপন কুমার চক্রবর্তী আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩০৩ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। বাকি নয় ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭৯৯।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন