• ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরীমণির হাতের লেখা নিয়ে আলোচনা

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১
পরীমণির হাতের লেখা নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর গাড়িতে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন চিত্রনায়িকা পরীমণি। ওই সময় তার হাতে একটি লেখা অনেকের নজর কাড়ে। রহস্যময় এ লেখা আলোচনার জন্ম দিয়েছে।

পরীর হাতে মেহেদী দিয়ে লেখা ছিল,Dont love me bitch’বাংলায় যার ভাবার্থ দাঁড়ায় তোমার ভালোবাসার পরোয়া করি না।

এদিকে কেন বা কার উদ্দেশে পরীর এ বক্তৃতা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অনুমান দেখা যাচ্ছে। অনেকে পরীমণিকে এ প্রসঙ্গে সাহসী বলেও উল্লেখ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি তার আইনজীবী ও খালুর সঙ্গে কারাগার থেকে ঢাকার পথে রওনা হন। এ সময় কারাফটকে তাকে বহন করা গাড়ি দাঁড়ালে উৎসুক লোকজন সেটিকে ঘিরে রাখে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, ‘আমরা সাড়ে ৯টার দিকে পরীমণিকে নিয়ে কারাফটক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আমরা তাকে তার বনানীর বাসায় পৌঁছে দেব।’

পরীমণিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাবের একটি দল। পরের দিন বনানী থানায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি।

সেই মামলায় মঙ্গলবার জামিন হয় পরীমণির। আদেশের কাগজ কারাগারে যেতে সময় লাগায় বুধবার সকালে কারামুক্ত হন আলোচিত এ অভিনেত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110