• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিতর্কের মধ্যে সিলেটে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক শোডাউন

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
বিতর্কের মধ্যে সিলেটে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক শোডাউন

কমিটি নিয়ে বিতর্কের মধ্যেও সিলেটে ব্যাপক শোডাউন দিয়েছে সিলেট নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে মাজারের সম্মুখে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করা হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার,কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি,মহানগর কৃষক দলের আহবায়ক ও মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক,মাহবুবুর রব চৌধুরী ফয়ছল,মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া,মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব,জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান শাহীন,জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দীকি খালেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম,মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক,মহানগর যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ,জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন,মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জোতি এষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

মাজার জিয়ারত ও সভায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো,এম সাইফুর রহমান,খন্দকার আব্দুল মালিক,ফাতেমা চৌধুরী,লুৎফুর রহমান,শহীদ আলী অ্যাডভোকেট,এম এ হক,দিলদার হোসেন সেলিম,শফিউল বারী বাবু,অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদসহ মরহুম সকল নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করা হয়।

মিছিল পরবর্তী সভা থেকে সিলেটে স্বেচ্ছাসেবকদলের কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •