• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

ক্যান্সারে আক্রান্ত সিন্থিয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
ক্যান্সারে আক্রান্ত সিন্থিয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাবিকুননাহার সিন্থিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত।

সিন্থিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে যথাযথ চিকিৎসা প্রয়োজন। এর জন্য দরকার অন্তত ৩০ লক্ষ টাকা।

কিন্ত তার মধ্যবিত্ত পরিবার এর পক্ষে এতো খরচ বহন করা সম্ভব না।

ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই হিমশিম খাচ্ছে তার পরিবার। এখন সে ক্যান্সারের ৩য় ধাপে আছে। তাই মেধাবী শিক্ষার্থী সিন্থিয়ার সম্ভাবনাময় জীবন রক্ষা করতে সহযোগিতা চেয়েছে তার পরিবার।সুত্র সিলেটটুডে২৪

সিন্থিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ- 01846664908 ও 01714289666
ব্যাংক account : Rupali bank limited, Kanaighat branch, Sylhet.
Amina Begum,
Account number :- 5348011003045
ডাচ বাংলা ব্যাংক
Account number : 231 103 20274

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন