• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি ৮টি দোকান পুড়ে ছাই

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৫, ২০২১
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি ৮টি দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে মালামাল ও দোকান পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাবাজারের মসজিদ সংলগ্ন মার্কেটে লোকজন আগুন দেখতে পান। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরআগেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ভাটিপাড়া রাস্তার নৌকা ঘাট থেকে তারা ফিরে যায়।দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রফিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজুয়ান খাঁন বলেন, বাংলাবাজার উপজেলার সবচেয়ে বড় বাজার। বাজারে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এসে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঠিক কার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা যাচ্ছে না। বাজারের দক্ষিণ পাশের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রানপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। দোকান ঘর ও মালামাল পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •