• ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

ফসলহারা কৃষকদের মাঝে র‌্যাবের ঈদ উপহার

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২
ফসলহারা কৃষকদের মাঝে র‌্যাবের ঈদ উপহার

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশের ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

বুধবার (২৭ এপ্রিল) সকালে র‌্যাব- ৯ সুনামগঞ্জের উদ্যোগে চাপতির হাওর পাড়ের কালধর গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫ জন মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিলো ৩ কেজি চাল,১ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি,৫০০ গ্রাম সয়াবিন তেল ও ২০০ গ্রাম সেমাই।এ বিষয়ে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমদ বলেন,চাপতির হাওরের অনেক মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সামনে ঈদ বছরের একমাত্র ফসল হারিয়ে এ মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

চাপতির হাওর পাড়ের কালধর গ্রামে প্রায় ৭৫ জন ক্ষতিগ্রস্ত মানুষকে এই সহায়তা দিয়েছি। এ ছাড়া শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝেও এই সহায়তা প্রদান করা হবে।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •