• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে শ্রমিকদের ঝাড়ু মিছিল

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১
তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে শ্রমিকদের ঝাড়ু মিছিল

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা

নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে এই মিছিল ও মানববন্ধন করেছে।শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার থানা ঘাট এলাকা থেকে বালু শ্রমিকরা একটি মিছিল বের করেন।

মিছিলটি থানা পয়েন্ট হয়ে তাহিরপুর উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পাশের মাঠে মানবন্ধন করেন তারা। প্রতিবাদ মিছিলে শ্রমিকরা উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুলের অপসারণের দাবি জানান। এসময় তারা ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলার বিন্নাকুলি গ্রামের বালু শ্রমিক আব্দুল আলী বলেন, আমরা দিন আনি দিন খাই। নদী থকি বালু তুললে আমরার ঘরের চুলা জ্বলে। কিন্তু উপজেলা চেয়ারম্যানরে

অবৈধ টাকা না দেওয়ায় বেটায় হাইকোর্ট গিয়া মামলা দিসে। আমরার নৌকা আটকাইছে, প্রতি নৌকা ছুটানির লাগি ১ লাখ টাকা লাগছে। ইতা টাকা আমরা কই থাকি পাইতাম?বালু শ্রমিক মিজান আহমেদ বলেন,উপজেলা চেয়ারম্যানকে

শ্রমিকরা কোনো সুযোগ সুবিধা দিসে না করিয়া তাইন আমরারে বিজিবি পুলিশ দিয়া নৌকা আটকাইন। আর তাইন মামলা দিসোইন আমরা বলে নদীর পাড় কাটিয়া বালু তুলি। যা মিথ্যা আমরা বালু নদী থকি, জাদুকাটার বালু দেশের এক নাম্বার বালু।

ইটাত তাইনের চোখ পড়ছে। আমরা চাই দ্রুতই সরকার এ চেয়ারম্যানকে অপসারণ করুক।প্রসঙ্গত,করুনা সিন্দু চৌধুরী বাবুল জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন