• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জমি সংক্রান্ত বিরোধে রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১
জমি সংক্রান্ত বিরোধে রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালিক (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্ৰামে এই ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত যুবক আব্দুল মালিক উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুল করিমের ছেলে।আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। আহত তাজুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ফেঞ্চুগঞ্জের বাসিন্দা সাবেক এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পদ সহ যাবতীয় কিছু দেখাশোনা করতেন আব্দূল মালিক। এডভোকেট মন্টুর সাথে জমি সংক্রান্ত বিরোধ উত্তরভাগ ইউনিয়নের অলা মিয়ার সাথে ছিল। নিহত আব্দুল মালিক ছিলেন এডভোকেট মন্টুর যাবতীয় কাজের সাহায্যকারী। তাই বিরোধী পক্ষ বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করে।

এবিষয়ে উত্তরভাগ ইউনিয়নের সদস্য জুয়েল আহমদ বলেন, উভয়পক্ষের কোন্দলের বলি হল আমার চাচাতো ভাই আব্দুল মালিক। তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন