মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পাঁচটি গরু পুড়ে মারার খবর পাওয়া গেছে ।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নাপিতখাই এলাকার আব্দুন নূর মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে গত রোববার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে আব্দুন নূর মাস্টারের গোয়ালঘরে দুর্বৃত্ত আগুন দেয়।
আনুমানিক সাড়ে ৯টার দিকে নূর মাস্টারের পাশের ঘরের বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার দেন। মুহূর্তেই আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়ে।
এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ ও ঘোয়ালঘরে থাকা গরু বের করার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় গরু বের করা সম্ভব হয়নি। স্থানীয়দের চেষ্টায় রাত প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই চোখের সামনেই নূর মাস্টারের দুটি গাভি ১টি ষাঁড় ও ২টি বাছুর পুড়ে মরা যায়। একটি ষাঁড় অগ্নিদগ্ধ হয়।
খবর পেয়ে ঘটনার রাতেই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুন নূর মাস্টারের ছেলে মো.ইসমাইল হোসাইন বলেন,ঘোয়ালঘরে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। এটা দুর্বৃত্তের কাজ।
শত্রুতা বশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। একটি ষাঁড় অগ্নিদগদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘর ও গরু পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন