লকডাউন ঘোষণা করা ৭ জেলায় মঙ্গলবার থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে এ নির্দেশনা দিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার বিআইডব্লিউটিএ’র উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আরিচা ও মাওয়া ঘাটে চলাচলকারী সব প্রকার লঞ্চ ও স্পিডবোটও বন্ধ থাকবে, শুধুমাত্র মালবাহী গাড়ি ফেরি পারাপার হতে পারবে। ঢাকা বা ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা কোনো নৌযান এই সাত জেলার মধ্যে কোনো ঘাটে দাঁড়াতে পারবে না
এর আগে, সোমবার করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
লকডাউন ঘোষণা করা ৭ জেলা হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলাতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না। জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, অষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মতো সেবা চলমান থাকবে।
এছাড়া ওই অঞ্চলের সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন