• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

অসুস্থ সাংবাদিক এম এ মালেককে দেখতে অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্ধরা

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৬, ২০২১
অসুস্থ সাংবাদিক এম এ মালেককে দেখতে অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্ধরা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক এম এ মালেকের অসুস্থতার খবর পেয়ে দেখতে তার বাসায় গিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্ধ।

শুক্রবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানসহ নেতৃবৃন্ধরা সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক অসুস্থ্য এম এ মালেককের নিজ বাসায় দেখতে যান ও তার খোঁজ-খবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন নেতৃবৃন্ধরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সল আমিন,সদস্য সৈয়দ নুহিবুর রহমান মিসলু,সৈয়দ মোহাদ্দিছ,দৈনিক সবুজ সিলেটের তপন প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক এম এ মালেক গত এক সপ্তাহ থেকে জ্বর সর্দি কাশি রোগে ভূগছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন