• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এ বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৪, ২০২৪
এ বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট

সিলেটে টানা কয়েকদিনের তাপদাহে প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। গরমে হাঁসফাঁস খাচ্ছেন সাধারণ মানুষ।

প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সিলেটবাসী। একটু শান্তির জন্য গাছের ছায়া খুঁজে বেড়াচ্ছেন পথচারীরা। বৃহস্পতিবারও সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ভয়ে যাচ্ছে।

প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু এবং বয়স্করা। গরমের কারণে কাজে যেতে না পারায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। বয়স্করা বলছেন, তাদের জীবনে এবারের মতো এতো গরম আর দেখেনি। গরমের কারণে ঘরে থাকা দায়। বাহিরে বসলে বাতাসের কোনো আকার দেখা মিলছে না।

এদিকে তাপদাহের কারণে সাধারণ মানুষ খুব একটা প্রয়োজন না হলে বের হচ্ছেন না। আর যারা বাধ্য হয়ে বের হচ্ছেন, তারা গরম থেকে বাঁচতে নানা কৌশল নিচ্ছেন। মানুষ বের না হওয়ায় রাস্তাঘাটও অনেকটা ফাঁকা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন বলেন, গরম আগামী ২/৩ দিন আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন