• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

২৩ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার,আটক দুই

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১০, ২০২৪
২৩ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার,আটক দুই

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাক থেকে থেকে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনে থেকে ট্রাকভর্তি ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি উদ্ধার করা হয়। যার মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা। এসময় দু’জনকে আটক করা হয়

আজ বৃহস্পতিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এসময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি যার মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা।

আটককৃতরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন