গত ১৯ডিসেম্বর সিলেট নিউজপেপার পত্রিকায় সিলেটে শীর্ষ নারী ছিনতাইকারী মালা সিন্ডিকেট সক্রিয়-সেল্টার দাতা কারা! ও অপরাধ সম্রাজ্যের মুকুটহীন সম্রাজ্ঞী মালা সিন্ডিকেটের সিসিটিভি ফুটেজ ফাঁস-সিলেটে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ!শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুল মালেকের মেয়ে আছমা আক্তার মালা।
আছমা আক্তার মালা এক প্রতিবাদ লিপিতে জানান, আমাকে ও আমার পরিবারের সদস্যদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে ছবি প্রকাশ করা হয়েছে সেটি আমার টিকটক আইডি থেকে নিয়ে।নিউজে আরও বলা হয় আমার ছোট বোনেরা নাকি ছিনতাইকারী, প্রকূতপক্ষে আমার দুই বোন তারা কলেজ স্টুডেন্ট, তারা এখনো লেখা পড়া নিয়ে ব্যাস্ত।তাছাড়া সংবাদে প্রকাশ করা হয় আমাদের অনেক ব্যংক একাউন্ট রয়েছে মূলত আমাদের কোন ব্যাংকে কোন ধরনের একাউন্ট নেই।সংবাদে যে বাসার কথা বলা হয়েছে সেই বাসা আমাদের বাবার উপার্জনের টাকা দিয়ে বানানো।
একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া তথ্য তৈরি করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। লিখিত বক্তব্যে আছমা আক্তার মালা বলেছেন, তারা দীর্ঘদিন সুনামের সহিত সিলেটে বসবাস করে আসছেন। উক্ত সংবাদে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ছিনতাইকারী বলে অভিযুক্ত করা হয়েছে। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। তাদের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।কে বা কাহারা প্রিয় সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে এহেন কর্মকাণ্ডের লিপ্ত।
প্রতিবেদকের বক্তব্য : মামলার নথি,ও ভিডিও ফুটেজ ও তার আবাসস্থল সিলাম তেলীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাঞ্চায়েত কমিটির লিখিত অভিযোগ পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন