• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরের কাস্টঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর মার্কেটটি আবারও দখলের পায়তারার অভিযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
নগরের কাস্টঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর মার্কেটটি আবারও দখলের পায়তারার অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃঃসিলেট মহানগরীর কাষ্টঘর এলাকার একটি মার্কেটের দোকানকোঠা, গুদাম ও বাসায় তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মোগলাবাজার থানার কুচাই দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে নুরে আলম ছাদেক ও তার বাহিনী মার্কেটটি দখলের উদ্দেশ্যে কাজটি করেছে বলে কোতোয়ালী থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন শাহপরান থানার গোপালটিলার বাসিন্দা গোপাল মালাকারের ছেলে বিপ্লব কান্তি মালাকার।

অভিযোগ সুত্রে জানা যায়, কাষ্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেটের একাধিক দোকান মালিক ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ছাদেক ও তার বাহিনী।

মার্কেটের মালিক আশরাফুর রহমান লিটন যুক্তরাষ্ট্র প্রবাসি হওয়ায় দেখাশোনা, ভাড়া আদায় ও রাজস্ব প্রদানের কাজসহ যাবতীয় দায়িত্ব পালন করছেন ম্যানেজার বিপ্লব ও তার সহকারি ফয়সল আহমদ লিটন।

নুরে আলম ছাদেক ও তার বাহিনীর সদস্য লাল মোহন দেব, জাহাঙ্গীর ওরফে ইয়াবা জাহাঙ্গীর, রব্বানি (৪০), সুভাসসহ (৪৫), অজ্ঞাতনামা আরও ২/৩ জন এই মার্কেট দখলের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে আদালতে মামলাও চলছে।

এ অবস্থায় গত ৬ ডিসেম্বর রাত ১০টার দিকে ছাদেকের নেতৃত্বে তার বাহিনীর উল্লিখিত সদস্যরা মার্কেটে প্রবেশ করে দোকানকোঠা, গুদামঘর এবং বাসার তালা ভেঙ্গে দখল করে নেয়।

এ ব্যাপারে বিপ্লব কোতোয়ালী মডেল থানায় ৯ ডিসেম্বর একটি মামলা (নং- ১৬) দায়ের করেন এবং দোকানকোঠা, গুদামঘর ও বাসা তাদের দখলে নিয়ে নেন।

কিছুদিন পর ছাদেক ও তার বাহিনীর সদস্যরা জামিন নিয়ে আবারও হুমকি ধমকি দিতে শুরু করে।

তারা গত ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারও মার্কেটের ১০টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। তারা দোকানকোঠা, গুদামঘর ও বাসার তালা ভেঙ্গে নিজেদের তালা লাগিয়ে দেয়। তাছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী আশরাফুর রহমান লিটনের মালিকানাধীন ফেলকন প্রোপার্টিসের অফিসের তালা ভেঙ্গে নগদ চার লক্ষ সত্তর হাজার টাকা ও তিনটি ল্যাপটপ,কম্পিউটারের হার্ডডিস্কসহ দোকানের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়, তারা যাওয়ার সময় অশ্রাব্য গালাগাল দেয় ও বারংবার হত্যার হুমকি দিয়ে দুই কোটি টাকা চাদা রেডি রাখতে বলে হুমকি দিয়ে যায়। দুই কোটি টাকা না দিলে পুরো মার্কেট দখল নেওয়ার হুমকি দেয় এই বাহিনী।

এরকম অবস্থায় তিনি নিজেসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন