• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বিএনপির হাইব্রিড নেতা পারবেজ’কে নিয়ে নানাগুনঞ্জন

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
সিলেট বিএনপির হাইব্রিড নেতা পারবেজ’কে নিয়ে নানাগুনঞ্জন

বিশেষ প্রতিবেদকঃঃ সিলেট আওয়ামীলীগের শীর্ষ অস্ত্রধারী রুহুল আমিন শিপলুর সহযোগী মহানগর বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য জাকির হোসেন পারবেজকে নিয়ে শুরু হয়েছে নানা গুনঞ্জন।

বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে হঠাতে ভয়ংকর অস্ত্র এমআর সিক্সটিন হাতে নিয়ে সিলেটের শীর্ষ অস্ত্রধারী রুহুল আমিন শিপলু সহ আওয়ামী লীগের ক্যাডারদের সঙ্গে নব্য বিএনপি’র সদস্য জাকির হোসেন পারবেজ এর গোপন আঁতাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানাযায়,গুনধর এই নেতা সিসিকের ২৪ নং ওয়ার্ডের টুলটিকর মিরাপাড়ার মৃত আব্দুল কাদির ডুমাই এর পুত্র । নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন,বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে যারা ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের স্বীকার হয়নি, বিগত দিনে দাপটের সাথে ব্যবসা-বাণিজ্য করেছে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সঙ্গে , তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। এদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গা দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। এমন একজন হচ্ছে হাইব্রিড নেতা জাকির।

ধু তাই নয়,গুনধর এই নেতা গত ১৫ বছরের শাসনামলে চলা দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে কোন দিন রাজপথে দেখা যায়নি, কোনো মিছিল সমাবেশেও অংশ নেননি। বিএনপির অন্যসব নেতাদের নামে শত শত মামলা থাকলেও তার নামে নেই একটিও, বরং আওয়ামী লীগের নেতাদের ছায়াতলে থেকে ব্যবসা-বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিজেকে বিএনপি নেতা বলে জাহির করতে এলাকায় নানা লোক দেখানো তৎপরতা শুরু করেছেন বলে গুনঞ্জন শুনা যাচ্ছে।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে থাকায় কথা বলতে পারেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন