• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তৌহিদ আফ্রিদি কি সত্যি বিয়ে করেছেন, পাত্রী কে?

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
তৌহিদ আফ্রিদি কি সত্যি বিয়ে করেছেন, পাত্রী কে?

বিয়ে করেছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি- এমন খবরেই সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম! মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই বিভিন্ন গ্রুপ ও পেজে তার বিয়ের বিষয়টি চর্চিত! এমনকি বিয়ের কিছু ছবিও হয়েছে ভাইরাল!

আফ্রিদির পাত্রী টিকটকার রাইসা- ছবি দেখে এমনটাই বলছেন নেটিজেনরা! তবে দুজনের কেউই বিয়ে নিয়ে টুঁ শব্দটি করেননি! তারা দুজনতো বটেই, এমনকি তাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটরকেও এ নিয়ে কিছু বলতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি।

ছবিগুলো সত্যিকারের বিয়ের, নাকি নতুন কোনো কনটেন্ট-এর প্রচারণার অংশ; এ নিয়েও সন্দিহান অনেক নেটিজেন। আবার অনেকে যুক্তি দিয়ে বলছেন, আফ্রিদির সাথে আগেই রাইসার সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা গিয়েছে। তাদের মধ্যে বিয়ে হওয়াটা তাই আশ্চর্যের কিছু নয়।

তবে সত্যি সত্যি আফ্রিদি ও রাইসার বিয়ে হয়েছে কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আর বিয়ে হলেই সেটা কবে নাগাদ হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

আফ্রিদির পাত্রী হিসেবে যাকে বলা হচ্ছে, সেই রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদমাধ্যম বলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।

দেশের জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুটা নিরব ভূমিকায় আছেন এই তরুণ। সেই সময় তাকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিজেনদের অনেককে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন