• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজ হত্যা মামলাসহ ৬ মামলার আসামি বোমা আরমান গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৪
রাজ হত্যা মামলাসহ ৬ মামলার আসামি বোমা আরমান গ্রেপ্তার

জেনাভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি বোমা আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন