• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে পাথর লুট : প্রভাবশালী চক্রের পকেটে ১০০ কোটি টাকা

sylhetnewspaper.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
জাফলংয়ে পাথর লুট : প্রভাবশালী চক্রের পকেটে ১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :: জাফলং বিখ্যাত পর্যটনকেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতির পাশাপাশি বালু-পাথর সম্পদেরও আধার এটি।

বালু-পাথর আহরণে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় প্রকৃতির সুরক্ষায় ডাউকি-জাফলংকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার পর ডাউকি-পিয়ান নদীর মোহনায় জমেছিল কয়েক স্তরে হাজার হাজার ঘনফুট পাথর।

বছর বছর পরিমাপ করে রাখা এসব পাথর এখন লুটের মুখে পড়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর এক রাতের লুটপাটে এক কোটি ঘটফুট পাথর চুরি হয়ে গেছে বলে সরকারি হিসেবে উঠে এসেছে। বর্তমান বাজারদর অনুযায়ী লুট করা পাথরের মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

এদিকে বল্লাঘাটে ভম্বে রেস্টুরেন্টের নিচে সৈরাচারের দুসর জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তামাবিল স্থলবন্দর সিন্ডিকেটের হুতা জালাল উদ্দিনের পাথর বালু-পাথরের সাইট সমুহের দায়িত্ব নিলেন একাধিকবার বহিস্কৃত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন। শুধু তাই নয় সাবেক সাংসদ বিএনপির দিলদার হোসেন সেলিমের নির্বাচনী স্টেজ ভাংচুরে জড়িত জাফলংয়ের কুখ্যাত চাঁদাবাজ আলিম, ফিরুজ, সমেদ গংদের ব্যবসা, সম্পদ রক্ষার দায়িত্বে তিনি। তার সাঙ্গপাঙ্গরা প্রতিরাতে জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে আবার তাদের অপকর্ম ভাইরাল হলে নিজেদের বাচাতে কতিত সংবাদ সম্মেলনও করেন।

সর্বশেষ গত ২৬ জুলাই পরিমাপ অনুযায়ী জাফলংয়ে পাথর মজুত ছিল ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট। ৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেখানে ব্যাপক লুটপাটে প্রায় ১ কোটি ঘনফুট পাথর উধাও হয়ে গেছে। সীমান্ত এলাকা হওয়ায় সেখানে সেনা সদস্যরাও যেতে পারেননি।

তবে সেই রাতের এই পাথর চুরির ঘটনাকে স্থানীয়রা ক্রোধের স্বরে বলছেন, ‘লুটতরাজ’। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সেদিন বাধা দেওয়ার কেউ ছিল না। হাজার হাজার মানুষ এসে উপোসিদের মতো হামলে পড়েছিল এই পাথর লুট করে নিতে।’ এই পাথর লুটের সাথে সরাসরি জড়িত জেলা বিএনপির সহ-সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, বহিস্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স সহ একটি প্রভাবশালী চক্রের সদস্যরা। এরা নেপথ্যে থাকলেও প্রকাশ্যে চাঁদাবাজিতে নামেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সভাপতি আজির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সিনিয় সহ-সভাপতি সুমন শিকদার, বহিস্কৃত সহ-সভাপতি পারভেজ শিকদার ও রুবেল আহমদ।

তারা জাফলংয়ের পাথর লুটপাটের পাশাপাশি আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের ব্যবআ প্রতিষ্টান লুটপাট করে নিয়েছে। বিষয়টি উল্লেখ করে ইমরান হোসেন সুমন তার নিজস্ব ফেসবুক আইডি একটি পোস্ট করেন। সেখানে সকল লুটপাটকারীদের নাম উল্লেখ করেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর জাফলংকে পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার গেজেট প্রকাশ হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই আবেদন করেছিল ২০১২ সালে। এরপর থেকে কয়েকটি ধাপে জাফলং থেকে বালু ও পাথর কোয়ারির ইজারা কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এর মধ্যে বছর বছর পাথর সম্পদ মজুতের বিষয়টি পরিমাপের মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি মাসে সংরক্ষিত এলাকায় পাথরের পর্যবেক্ষণ চলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সরকার পতনের পর দফায় দফায় বিজয় মিছিল করে ছাত্র-জনতা। এর মধ্যে জাফলং ও তামাবিল এলাকায় ইউপি শাখা বিএনপির আয়োজনে সর্বশেষ মিছিল হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এই মিছিলের পরই রাতে চলে পাথর লুট। এক রাতে শতকোটি টাকার পাথর লুটের বিষয়টি সরকারি সম্পত্তি লুটের সঙ্গে তুলনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, ‘খুব সুচতুরভাবে লুট হয়েছে। লুটের আগে সেখানকার কয়েকটি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করা হয়েছে। তাদের পরবর্তী নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে জাফলংয়ের এক পাশে রয়েছে তামাবিল স্থলবন্দর। গত ৫ আগস্ট রাতে তামাবিলের সরকারি কয়েকটি দপ্তরে ভাঙচুর ও লুটপাট চলে। এরপরই জাফলংয়ে লুটতরাজের ঘটনা ঘটে। সিলেট কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ৫ আগস্ট বিকেল থেকে একটি ভয়াবহ সময় পার করেছেন সেখানকার কর্মকর্তারা। রাত ৮টার দিকে হাজারখানেক লোকজন হামলা চালায় কাস্টমস গুদামে। সেখানে বিভিন্ন সময় আটক করা প্রায় সোয়া ৬ কোটি টাকার মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে যায় তারা। কর্মকর্তাদের থাকার কক্ষগুলোও লুট হয়। এলসির পাথর আমদানি রুখতেই আগে তামাবিলে হামলা হয়, এরপর জাফলং-এ গিয়ে লুটতরাজ চালায় তারা।

গত বছরের ২৮ নভেম্বর ভারতের ডাউকি থেকে জাফলংয়ে ইসিএর মজুত করা পাথরের স্পটে দেখা গেছে, ডাউকি-পিয়াইন মোহনা পুরোটা পাথরের স্তূপে ঢাকা পড়েছে। লুটতরাজের প্রায় দেড় মাস পর গত ২৮ সেপ্টেম্বর ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, পাথরের আস্তরণের দুই দিক প্রায় ফাঁকা। ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ডাউকি-পিয়ান নদীর দুই দিক বর্তমানে পাথরশূন্য। স্থানীয়দের বরাতে জানা যায়, সেই রাতের লুটতরাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স ও তার কর্মীরা। এর মধ্যে শিমু, ইসমাঈল, মামুন নামের ব্যক্তিরা লুটপাটে লোক জড়ো করেন। হান্নান নামের এক ব্যক্তির নেতৃত্বে লুটের পাথর বিক্রি করে প্রকাশ্যে টাকা ভাগ করারও অভিযোগ রয়েছে। লুটতরাজের বড় অভিযোগ সিলেট থেকে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহ পরাণের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার অনুসারী আব্দুর রাজ্জাক ও জাহিদ খানকেও লুটপাটে লোক জড়ো করতে দেখা গেছে। তবে ঘটনাস্থলে ছিলেন না বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহ পরাণ।

মোবাইল ফোনে যোগাযোগ করেও বিএনপি নেতা আমজাদ-শাহ পরাণের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রমাণাদিসহ অভিযোগ থাকলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। কিন্তু তথ্যপ্রমাণসহ কেউ কোনো অভিযোগ দিতে পারছে না।’

২০১৬ সালের ১১ জানুয়ারি জাফলংকে ‘ভূতাত্ত্বিক ঐতিহ্য’ ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে জাফলংয়ের ২২ দশমিক ৫৯ একর জায়গাকে সংরক্ষিত ঘোষণা করা হয়। উন্মুক্ত শিলাস্তর, চুনাপাথর সংরক্ষণ ও গবেষণার জন্য জাতীয় স্বার্থে ২৫ দশমিক ৫৯ একর ভূমিকে ভূতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করা হয়েছে জানিয়ে বলা হয়েছিল, ওই ভূমিতে আন্তর্জাতিক মানের একটি ভূতাত্ত্বিক জাদুঘর নির্মাণ করা হবে। জাফলং ইসিএভুক্ত এলাকা ছাড়াও ভূতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে চিহ্নিত এলাকায় একটি ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের রায়ে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা অনুযায়ী বালু ও পাথর উত্তোলন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। ইসিএ ব্যবস্থাপনা কমিটি গঠনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নমূলক কার্যক্রম চালাতে বলা হয়েছিল। এ নির্দেশনার আলোকে জাফলংয়ে প্রকাশ্যে পাথর উত্তোলন বন্ধ হলেও গোপনে বিভিন্ন পন্থায় উত্তোলন চালু রাখে সংক্ষবদ্ধ পাথরখেকোরা। তবে প্রশাসনের অভিযানে একসময় পাথর উত্তোলন প্রায় বন্ধ হয়, প্রাণ ফিরে পায় জাফলং। কিন্তু সরকার পতন ঘটলে এক রাতের লুটতরাজের পর অরক্ষিত হয়ে পড়েছে পুরো জাফলং। যত্রতত্রভাবে বালু-পাথর তোলার হিড়িক দেখা গেছে। যেসব জায়গা থেকে পাথর ও বালু তোলা হচ্ছে, সেখানে কাউকে ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয় না। সংঘবদ্ধ চক্রের প্রভাবে ইসিএর নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারছে না।

সম্প্রতি জাফলং পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেটের একটি টিম। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, ‘ইসিএ’র গেজেট প্রকাশের পর পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ হওয়ায় জাফলংয়ের প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু হয়েছিল। কিন্তু পূর্বের অরাজক অবস্থার দিকে ফিরে যাচ্ছে পরিস্থিতি। এখনই পদক্ষেপ নিতে হবে। জাফলংয়ে বালু-পাথর ঘিরে শক্তিশালী সিন্ডিকেট সব সময় ছিল। এই সিন্ডিকেট তাড়ানো প্রশাসনের জন্য কোনো কষ্টকর বিষয় বলে আমি মনে করি না। কারণ সরকারের প্রতিনিধিত্ব যারা করছেন, তারা যোগ্য এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।’
সরকার পতনের দিন লুটতরাজের পর অরক্ষিত জাফলং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। জাফলং ডাউকি-পিয়াইন নদীর পাশ দিয়ে বালু-পাথর পরিবহন কাজে নিয়োজিত যানবাহন (পে-লোডার ও ড্রাম ট্রাক) যাতায়াত রোধে বল্লাঘাট মসজিদের নিচে রাস্তার দুই দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। স্থায়ী মজবুত ব্যারিকেড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি ও পুলিশের সহায়তায় জাফলং ইসিএভুক্ত এলাকার পরিবেশ সংরক্ষণ কার্যক্রম সার্বিক নজরদারির ব্যবস্থা পুনঃস্থাপন করা হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের এসব পদক্ষেপের বিষয় জানিয়ে ইউএনও তৌহিদুল ইসলাম জানান, অনেক সিসি ক্যামেরা নষ্ট করে ফেলা হয়েছে, সেসব সিস্টেম পুনরায় সচল করে অচিরেই জাফলংয়ের পুরো ইসিএভুক্ত এলাকা সিসিটিভি মনিটরিং সিস্টেমে নাইটভিশনের আওতায় আনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন