• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীর উপশহর এলাকায় ছিনতাই, থানায় মামলা

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪
নগরীর উপশহর এলাকায় ছিনতাই, থানায় মামলা

স্টাফ রির্পোটার: সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন উপশহর এইচ ব্লকের এলাইছ মিয়ার পুত্র ছাব্বির হোসেন।

গত শুক্রবার (২ জুলাই) রাত ১০:৩০ মিনিটের সময় শাহজালাল উপশহর এলাকার ই ব্লকের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ। ছিনতাইয়ের ঘটনায় মোঃ ছাব্বির হোসেন বাদী হয়ে ৮ জনকে মুল ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে শাহপরান থানায় অভিযোগ দায়ের করার প্রক্ষিতে ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়। শাহপরান থানার মামলা নং- ০৯-২০২৪ইং।

মোঃ ছাব্বির হোসেন, জানান মামলায় অভিযুক্ত আসামীরা,উচ্ছশৃংঙ্খল দাঙ্গাবাজ, দলবদ্ধ সন্ত্রাসী,ছিনতাইকারী,গত ০২/০৮/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০:৩০ ঘটিকার সময় আমার বর্তমান ঠিকানার বাসা নং-২৯৫,ব্লক- এইচ,রোড নং-০৩,থেকে বসতবাড়ী ফেঞ্চুগঞ্জ নুরপুর যাওয়ার পথে শাহজালাল উপশহর ব্লক-ই মেইন রোড উপর আসা মাত্র মামলার এজহারভুক্ত সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ছিনতাই করার উদ্দেশ্যে আমাকে ঝাপটে ধরে আমার সাথে থাকা নগদ ২৩২০/- (দুই হাজার তিনশত বিশ) টাকা এবং ব্যবহৃত আইফোন ১০ এক্সএস ছিনিয়ে নিয়ে যায়।

মামলার আসামিরা হলেন, সারোয়ার হোসেন চৌধুরী (৩২), পিতা- ময়নুল মিয়া ময়নুল হক, সাং- অজ্ঞাত, নজির আহমদ (৩৫), পিতা- আব্দুর রহিম, সাং- টিলাগড়, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট , ইয়াছিন সুমন (৩৭), পিতা- অজ্ঞাত, সাং- চারাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট,রুমন খান রুমন ডাকাত (৩১), পিতা- জমশেদ আলী জমশেদ ডাকাত, সাং- মিরাপাড়া, থানা- শাহপরাণ (রহঃ),জেলা- সিলেট, হোসাইন আহমদ হাসান (৩২), পিতা- আব্দুস সালাম চৌধুরী, সাং- মোহাম্মদপুর, মেজরটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, দিলাল আহমদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং- খাদিমপাড়া, পোঃ খাদিম নগর- ৩১০৩, থানাঃ শাহপরাণ (রহঃ), জেলাঃ সিলেট, সাহেল তপাদার (৪০), পিতা- দবির আহমদ তপাদার, গ্রাম- বেরাখাল, থানা- ওসমানীনগর,জেলা-সিলেট, বর্তমান ঠিকানা- ধোপাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, বেলাল মিয়া, পিতা- মৃত জিয়াবুল মিয়া, সাং- মাটিহানী, থানা- ওসমানী নগর, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা- শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন