সিলেট ফেনসিডিলসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১২ বোতল ফেনসিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবাররাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া’র নির্দেশনায় এসআই(নিঃ) গৌতম চন্দ্র দাশের নেতৃত্বে বড়শালা বাইপাস পয়েন্ট সংলগ্ন এমদাদ মিয়ার বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (২৭) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন