• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সন্তানহারা পিতাকে জড়িয়ে ধরে কাঁদলেন এসপি ফরিদ উদ্দিন

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৩, ২০২২
সন্তানহারা পিতাকে জড়িয়ে ধরে কাঁদলেন এসপি ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:সিলেটের গোয়াইনঘাটে লাবু গ্রামের হত্যাকান্ডের ঘটনায় মৃত আব্দুল কাদিরের পরিবারকে দেখতে যান সিলেট জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

শুক্রবার(২২ জুলাই)লাবু গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান।

তিনি হত্যাকান্ডে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন।

পুলিশ সুপার নিহত আব্দুল কাদিরের বসত ঘরটি সংস্কারের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার ও ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করেন।

টাকা পেয়ে এসপি ফরিদকে জড়িয়ে ধরেন আব্দুল কাদিরের পিতা।

দৃশ্যটি সবার হৃদয়ে নাড়া দেয়।এসময় আব্দুল কাদিরের পিতার সাথে এসপি ফরিদ নিজেও কাঁদেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন