• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তেররতন ও ঘাসিটুলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ডা.শিপলুর শুকনো খাবার বিতরণ

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১৩, ২০২২
তেররতন ও ঘাসিটুলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ডা.শিপলুর শুকনো খাবার বিতরণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা.আরমান আহমদ শিপলু নগরীর জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

নগরীর তেররতন ও ঘাসিটুলার কয়েকটি স্হানে ডা.শিপলু খাবার বিতরণ করেন।

খাবার বিতরণের সময় সমবেত মানুষের উদ্দেশ্যে ডা. শিপলু বলেন, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিলেটবাসীকে নিয়ে আমৃত্যু কাজ করেছেন এবং এই নগরীর সম্মানিত নাগরিকদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন।

ডা. শিপলু মানুষের জন্য তার সহযোগিতা সাধ্যমত অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখর আহমদ, আব্দুস সালাম, লুতফুর রহমান, এনাম আহমদ, ফটিক আহমদ, শহীদুল ইসলাম, ইশতিয়াক নওশান প্রমুখ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন