• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আইজিপি ব্যাজ পেলেন ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১
আইজিপি ব্যাজ পেলেন ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতক থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হাবিবুর রহমান (পিপিএম) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকের জন্য মনোনীত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড. বেনজির আহমেদ আনুষ্ঠানিক ভাবে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের হাতে এই পদক তুলে দেবেন বলে জানা গেছে।

এসআই হাবিবুর রহমানকে ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক আইজিপি ব্যাজ ২০২০ এর জন্য মনোনীত করা হয়েছে। এসআই হাবিবুর রহমান পিপিএম এজন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন সহ ছাতক থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন