• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
ফেঞ্চুগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ উপজেলার

সদর উপজেলার উসাইল গ্রামের তাজুল ইসলামের ছেলে নয়ন(২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া সড়কের কালাকাটি এলাকার চেকপোস্টে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল

আলম পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি পালন করছেন।

শনিবার দিবাগত রাত ভোর ৪টায় পিকআপে করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিক-আপের উপরে থাকা চোর চক্রের অন্য সদস্যরা

পালিয়ে যায়। এ সময় পিকআপ থেকে নয়নকে আটক করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন