• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‌্যাব-৯,এর অভিযানে চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১
র‌্যাব-৯,এর অভিযানে চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৪ অক্টোবর ২০২১ ইং তারিখ রাত্রী ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৩ নং দেওরগাছ ইউপিস্থ চুনারুঘাট হইতে সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে

ক। গাঁজা=৩০(ত্রিশ) কেজি, খ। মোবাইল=০১টি, গ। সীমকার্ড=০১টি, ঘ। মেমরীকার্ড=০১টি, ঙ। নগদ-৫১০/-টাকা জব্দ পূর্বক মাদক ব্যবসায়ী ১। সুজন রাজবংশী (২৫), পিতা- চামঠু রাজবংশী, সাং-চাঁনপুর চা বাগান, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন