• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ঠিকাদারদের সাথে সাত্তার মেটালের মতবিনময়

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
বিশ্বনাথে ঠিকাদারদের সাথে সাত্তার মেটালের মতবিনময়

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় স্যানিটারী ঠিকাদারদের সাথে এক মতবিনিময় সভা করেছে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ বাইপাস রোডস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঠিকাদার নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, ক্রেতাদের ভালো মানের পণ্য সরবরাহ করার জন‍্য । ভালো পন‍্যর সরবরাহের মাধ্যমে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ এর সুনাম রয়েছে দেশ জুড়ে।

বাসাবাড়ি তৈরিতে ডিলার ও ঠিকাদার ভাই এর সমন্বয়ের মাধ্যমেই সাত্তার মেটাল মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারবেন। যার ফলে ক্রেতারা তাদের বাসাবাড়ি তৈরিতে ভালো মানের পণ্য ব‍্যবহার করতে পারবেন।

সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ এর পক্ষ হতে বলেন সিলেট উপশহর পয়েন্টে তাদের কোম্পানীর নিজস্ব প্রডাক্ট ডিস-প্লে সেন্টার ও অফিস রয়েছে। প্রডাক্ট নিয়ে কারো কোন মতামত বা অভিযোগ থাকলে তারা এর যথাযথ ব‍্যবস্থা নিবেন। তারা বলেন ডিস-প্লে সেন্টারে তাদের কোম্পানীর সকল প্রডাক্ট সাজানো আছে।

একটা বাসাবাড়িতে কি কি প্রডাক্ট ব‍্যবহার হয় ডিস-প্লে সেন্টার ভিজিট করলে এক চোখে সকল প্রডাক্ট দেখতে পারবেন। কেউ কোন প্রডাক্ট পছন্দ করলে সিলেটের প্রায় সব স‍্যানিটারী দোকানেই সাত্তার মেটাল এর প্রডাক্ট আছে। যাতে খুব সহজেই যে কোন ডিলার হতে পছন্দের প্রডাক্ট নিতে পারবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ সিলেটের রিজিওনাল ম্যানেজার তরিকুল ইসলাম, মো. আলমগীর মিয়া, নিজাম খান, সালাম মিয়া, মদিনা এন্টারপ্রাইজের পরিচালক মো: হেলাল মিয়া, খয়ের এন্টারপ্রাইজের পরিচালক মো; আব্দুল্লাহ , আল-মক্কা এন্টারপ্রাইজের পরিচালক মো; জমির মিয়া, বাবুল মিয়া, ফরিদ মিয়া, আতিকুর রহমান, নুরুজ্জামান, দুলাল মিয়া, কালাম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মদিনা এন্টারপ্রাইজের ম্যানেজার নজির আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন