মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের ১৫নং সেক্টরের বালুর মাঠ সড়ক থেকে ২ কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিফুর রহমান পাপন (২০) নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । তুরাগ থানার এস আই শাহিন হোসেন খান জানান, শনিবার (১৮ই সেপ্টেম্বর )দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের বালুর মাঠ সড়কে উক্ত মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
ঘটনাটি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে ।
এসময় সঙ্গীয় এ এস আই মমিনুল ইসলাম, কনেস্টবল আমিনুল হক ও আনসার সদস্য মাহাতাব উদ্দিন দৌড়ে গিয়ে ঐ মাদক কারবারিকে ঝাপটে ধরে ফেলেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিফুর রহমান পাপন নোয়াখালী জেলা সদরের পূর্ব চরউড়িয়া এলাকার মোঃ ফারুক হোসেনের ছেলে । বর্তমানে সে তুরাগে যাত্রাবাড়ী এলাকার জৈনক এলিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১৮, তাং ১৯/০৯/২০২১ইং।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন