• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে নির্মিত হবে ২৫ তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১
সিলেটে নির্মিত হবে ২৫ তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’

সিলেটে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ২৫ তলা বিশিষ্ট কমপ্লেক্সটি প্রায় ১৫শ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন দিয়েছেন।

এই কমপ্লেক্সে থাকবে বঙ্গবন্ধু স্কয়ার,বঙ্গবন্ধু প্লাজা, হেরিটেজ মার্কেট,কমার্শিয়াল হাব,শেখ রাসেল পার্ক, কনভেনশন সেন্টার,অডিটরিয়াম,ফেয়ার প্লেসসহ নানান সুবিধা।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর)সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ঘোষিত বাজেটে এই তথ্য জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র বলেন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা সিলেটে বৃহত্তম বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পথে একধাপ এগিয়ে গেছি।

এই কমার্শিয়াল হাবের নির্মাণকাজ সম্পন্ন হলে সিলেট মহানগরীর ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি।

মেয়র আরিফ বলেন,বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন প্রদান করায় এই পুণ্যভূমির নাগরিকদের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই কমপ্লেক্সে থাকবে বঙ্গবন্ধু স্কয়ার, বঙ্গবন্ধু প্লাজা,হেরিটেজ মার্কেট,কমার্শিয়াল হাবসহ ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ সুবিধা থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন