• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জ থেকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১
শায়েস্তাগঞ্জ থেকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাজার বটতলা এলাকায় এ অভিযান হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহুবল থানার মো.আব্দুল খালেক (৩৮) ও চুনারুঘাট থানার মো.আনোয়ার মিয়া (২৫)।

শনিবার (১১ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯,সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে.কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন