• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাব ৯ এর অভিযানে বড়লেখা থেকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
র‍্যাব ৯ এর অভিযানে বড়লেখা থেকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে র‌্যাব ৫১০ পিস ইয়াবাসহ মো. মাহবুবুর রহমান (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।সোমবার দিবাগত রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি এলাকায় এ অভিযান হয়।গ্রেপ্তার মো.মাহবুবুর রহমান সুড়িকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার হেফাজত থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করে।এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বড়লেখা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন