• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

র‍্যাবের অভিযানে দক্ষিণ সুরমা থেকে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
র‍্যাবের অভিযানে দক্ষিণ সুরমা থেকে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৯)।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর)১টার দিকে দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ এলাকা থেকে এই মাদক করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবারে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত মাদক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন