• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবের বিজয়ে মহানগর আওয়ামী লীগের অভিনন্দন

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবের বিজয়ে মহানগর আওয়ামী লীগের অভিনন্দন

সিলেট-৩ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এই বিজয় আনন্দে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের নবনির্বাচিত সাংসদ হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

৪ সেপ্টেম্বর এক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন নবনির্বাচিত সাংসদকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন,

এবং সিলেট-৩ আসনের সকল জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

হাবিবুর রহমান হাবিবের বিজয়ে নেতৃবৃন্দ বলেন,

এ বিজয় বঙ্গবন্ধু,জননেত্রী শেখ হাসিনা ও নৌকা মার্কার বিজয়।এ বিজয় উন্নয়নের বিজয়।এ বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয়।

এই বিজয় দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিজয়।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার বিজয়। উপনির্বাচনেও অত্র এলাকার জনগণ তাদের রায় শেখ হাসিনার পক্ষে দিয়েছেন।

সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জননেতা হাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের পাশেই থাকবে।সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির দায়িত্বপ্রাপ্ত ৯টি টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দের নেতৃত্বে উপকমিটির নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা সহ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন