• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

ধোপাগুল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১
ধোপাগুল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন উমদারপাড়া (ধোপাগুল) সাকিনস্থ কিসমত স্টোর নামক চা দোকানের সামনে ফাকা জায়গার উপর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাজু মিয়া (২১)। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের আনজব আলীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ সনের he Arms Act (Amendment 2002) এর 19 A ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ও জব্দকৃত বিদেশি পিস্তলসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন