• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বজিৎ হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
বিশ্বজিৎ হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে তাকে সদরপুর থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম ইমরান হোসেন। তিনি সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। ইমরান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সদরপুর থানার ওসি সুব্রত গোলদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় চর বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন৷ মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন-রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান,এমদাদুল হক,কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম,রাজন তালুকদার ও নূরে আলম৷

আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলেন-এইচ এম কিবরিয়া,গোলাম মোস্তফা,খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর,আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২),কামরুল হাসান ও মোশাররফ হোসেন।ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করেন আসামিরা। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন৷ রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার৷

এছাড়া খালাসপ্রাপ্ত চারজন হলেন- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন