• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২১
দিরাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।

তার বয়স আনুমানিক ৩২ বছর।শনিবার(৭ আগস্ট)বিকেলে উপজেলার চরনাচর ইউনিয়নের গোপালপুর সংলগ্ন হাতনি বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন,হাওরে অর্ধ গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিশাল হাওর হয়তো অন্য এলাকা থেকে লাশটি ভেসে এসেছে।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন