• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার র‌্যাব-৯ এর অভিযানে সদর উপজেলার দক্ষিণ আরিফ নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আরিফনগর গ্রামের রসিকের ছেলে ফয়ছল (২৯), জামতলা গ্রামের আলী আহমদের ছেলে তাহির আহমেদ রাফি (২০) ও দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল কাশেম (১৯)।

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানার দক্ষিণ আরফিন নগর এলাকার হাসিনা মঞ্জিলের বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় বাসার ২য় তলার একটি কক্ষ থেকে ১৫২ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, নগদ ২ লাখ ১১ হাজার ৩৩০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ ফয়সল, তাহির আহমেদ রাফি ও আব্দুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন