• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে ঘুমন্ত শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
কোম্পানীগঞ্জে ঘুমন্ত শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার দিবাগত রাতে উপজেলার দয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া (২০) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর দক্ষিণপাড়ার আব্দুল মোমেনের ছেলে।সোমবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই শিশুটি তার মামার সাথে মামার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে রাতে শিশুটির মামার বন্ধু সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া শিশুকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে পরিবারের সবাই জেগে উঠলে সফিক পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদা কোম্পানীগঞ্জ থানায় গত ২৭ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ এর একটি দল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সোমবার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন