• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আরও ৩০ লাখ ডোজ চীনের টিকা আসছে

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৩০, ২০২১
আরও ৩০ লাখ ডোজ চীনের টিকা আসছে

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৩০ লাখ ডোজ টিকা রাতে ঢাকায় আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুটি পৃথক ফ্লাইটে ১৫ লাখ করে টিকার চালান ঢাকায় পৌঁছাবে।এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক। তিনি জানান, পৃথক দুটি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা আসবে। প্রথম ফ্লাইটটি টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্য ফ্লাইটটি রাত ৩টায় পৌঁছাবে।সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা করোনা টিকার প্রথম চালান ১০ লাখ ডোজ আসে গত ২ জুলাই। এর পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আজ ৩০ লাখ এলে মোট ৭০ লাখ টিকা পেয়ে যাবে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেব বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন