• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুর থেকে র‍্যাব -৯ এর অভিযানে ৩৯০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৫, ২০২১
মাধবপুর থেকে র‍্যাব -৯ এর অভিযানে ৩৯০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৪ জুলাই ২০২১ ইং তারিখ ১৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরগা গেইট টু বাঘাসুরা গামী পাঁকা রাস্তার উপর হইতে ক।

ইয়াবা=৩৯০(তিনশত নব্বই) পিস (অনুমান মূল্য ১,৯৫,০০০/-টাকা), খ। মাদক বিক্রয়লব্দ নগদ=৭,৯৪৫/-টাকা, গ। এনআইডি কার্ড=০১টি, ঘ। মোবাইল=০১ টি, ঙ। সীম কার্ড= ০১টি,

চ। ইয়ার ফোন=০১টি জব্দসহ ধৃত আসামী মোঃ ফখরুল ইসলাম (২৮), পিতা- মোঃ জিতু মিয়া, সাং- জগদীশপুর তেমুনিয়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন