• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাব ৯ এর অভিযানে মদিনা মার্কেট থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
র‍্যাব ৯ এর অভিযানে মদিনা মার্কেট থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

র‌্যাব ৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর জালালাবাদ থানাধীন মদীনামার্কেট এলাকা থেকে হাতেনাতে দুইজন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

রোববার (১৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।র‌্যাব জানায়, জালালাবাদ থানাধীন মদীনামার্কেট বনফুলের সামনে অভিযান পরিচালনা করে ২জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা, নাঈম আহম্মদ (১৮), পিতা- সেকান্দার আলী, সাং- ধানুহাট্রারপাড়, থানা- কোতোয়ালী, এসএমপি-সিলেট। মো. শাওন আহম্মদ (২৩), পিতা- আব্দুর রহিম, সাং- গোপাল, থানা- জালালাবাদ, এসএমপি-সিলেট।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ ধারা মূলে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন