• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

মা-মেয়ে হত্যার ৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
মা-মেয়ে হত্যার ৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনার চার মাস পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজারের একটি বাসা থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হান্নানের বাড়ি বাহুবলের হাজি মাদাম গ্রামে।র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী উপপরিদর্শক এ কে এম কামরুজ্জামান রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ সকাল ৮টার দিকে দিগাম্বর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে অঞ্জলী রানী মালাকার ও তার আট বছরের মেয়ে পূজা রানী দাশের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাহুবল থানায় মামলা করেন অঞ্জলীর স্বামী সঞ্জিত দাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিনই আমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আদালতে দেয়া জবানবন্দিতে জানান, চুরি করার জন্য তারা বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যা করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন