• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাহপরাণ এলাকা থেকে চাঁদাবাজ রকি গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৬, ২০২১
শাহপরাণ এলাকা থেকে চাঁদাবাজ রকি গ্রেফতার

সিলেট শহরতলীর শাহপরাণ এলাকা থেকে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শাহপরাণ গেট থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৯ এর একটি দল।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গতকাল সোমবার শাহপরাণ গেটে অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৯টার দিকে এ অভিযানকালে মিজানুর রহমান রকি (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। মামলা নং-২৫/২১, তাং-০৫/০৭/২০২১।

গ্রেফতারকৃত রকি খাদিম চৌমহনী এলাকার রাজন মিয়ার ছেলে।

এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও এএসপি আফসান আল আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন