• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

নগরীর মেন্দিবাগে ২ যুবকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৩, ২০২১
নগরীর মেন্দিবাগে ২ যুবকের উপর হামলার ঘটনায়  মামলা দায়ের

ন গরীর মেন্দিবাগ পয়েন্টের ল’কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তায় দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় সিলেট এসএমপি কোতোয়ালি মডেল থানায় ২৯ জুন কুলসুমা বেগম বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগকারী আসামীরা ১ হিরন আহমদ,২ রাজিত,৩ অপু,৪ শাহিন,৫ ফারুক,৬ রাজন,৭ কাওসার,৮ বাদল হক বর্তমানে পুলিশের হাতে আটক, ৯ রাজা, ১০ মামুন,

উল্লেখ্য নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তায় দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাদল নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রাইসুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আব্দুল আহাদ অবস্থা আশঙ্ক্ষাজনক। তাকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, হামলাকারীরা এবং আহতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন