• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে প্যাথেডিন ও বিদেশী রিভলবারসহ যুবক গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
ছাতকে প্যাথেডিন ও বিদেশী রিভলবারসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে প্যাথেডিন, বিদেশী রিভলবার ও গুলিসহ জুনেদ আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৭ জুন) র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার সুহিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।সে উপজেলার ধারন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।সোমবার (২৮ জুন) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জের ছাতক থানার সুহিতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৫টি প্যাথেডিন, ১টি মোটরসাইকেল, ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি জব্দসহ পেশাদার মাদক ও অস্ত্র কারবারি জুনেদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা করেছে।
অভিযানে মেজর মো. মঈনুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন