• ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বিচ্ছিন্ন হাত-পা পাওয়ার ১ দিন পর মিললো নারীর লাশ, মেলেনি মাথা

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৩, ২০২১
বিচ্ছিন্ন হাত-পা পাওয়ার ১ দিন পর মিললো নারীর লাশ, মেলেনি মাথা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পা, ও হাত এর কাটা অংশ পাওয়ার একদিন পর গতকাল মিলেছে শরীর। তবে মাথার অংশ এখনো মিলেনি। মাথা খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজে বেড়াচ্ছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় একটি গাছ বাগানের ঝোঁপ থেকে দেহের অংশটি উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোঁপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে থেকে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গা’টি কচু খেত থেকে প্রায় আধাকিলোমিটারের দূরত্বে।

এর আগে সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে মাখন দেবের কচুখেতে অজ্ঞাতনাম নারীর ডান পায়ের উরু হতে পায়ের পাতা পর্যন্ত খন্ডিত একটি অঙ্গ পরিত্যক্ত অবস্থায় অংশ পাওয়া যায়।

পরে আশপাশ এলাকা খোঁজ করে ওইদিন বেলা দেড়টারদিকে এর আধাকিলোমিটার দূরে দুর্গেশ দত্তের বাঁশ ঝাড়ের ভেতর ডান হাতের দুই কুনুই হতে আঙ্গুল পর্যন্ত একটি অঙ্গ আংশিক শিয়ালে খাওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থলে যে বডি টি উদ্ধার করেছি সেটা একটা নারীর বডি। এখনো মাথা পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হতে পারে। তিনি বলেন, একটি বস্তার ভিতরে বডিটি রাখা ছিলো। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাশী চালাচ্ছি। নারীর পরিচয় এখনো মেলেনি।

তিনি বলেন, সেখানে আলামত গুলো সংগ্রহ করা হচ্ছে, বডি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110