• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুইদিন বিদ্যুৎ বিড়ম্বনা থাকবে সিলেটের কিছু এলাকায়

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৩, ২০২১
দুইদিন বিদ্যুৎ বিড়ম্বনা থাকবে সিলেটের কিছু এলাকায়

সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা যেন স্বাভাবিক হবে না কখনও। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রায়ই পত্র-পত্রিকায় বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। উন্নয়নমূলক কাজ ও ১১ কেভিফিডারের মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামী শুক্র ও শনিবার দুইদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। বিউবোর পক্ষ থেকে ‘রুটিন ওয়ার্কে’র জন্য এমন নোটিশ জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কখনও যান্ত্রিক গোলযোগ, আবার কখনও গাছপালা কর্তনসহ ফিডার মেরামত ও সংরক্ষণ কাজের অজুহাতে সিলেট মহানগরীসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে দুর্ভোগে রয়েছেন তারা।

উন্নয়নমূলক কাজ ও ১১ কেভিফিডারের মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দুইদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট।

আজ বুধবার (২৩ জুন) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়াহাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সিকলেজ ও আশে-পাশেরএলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন এলাকা কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়া বস্তি ও আশপাশ এলাকায় আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন