• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যুবক

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৭, ২০২১
বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যুবক

মৌলভীবাজারের বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিদার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিদার এলাকায় বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে গ্রেপ্তার ও অটোরিকশা জব্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন