• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে চাহিদামতো ইফতারি না দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, আটক ২

sylhetnewspaper.com
প্রকাশিত মে ৯, ২০২১
ওসমানীনগরে চাহিদামতো ইফতারি না দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, আটক ২

সিলেটের ওসমানীনগরে অন্তসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের আরজু মিয়ার স্ত্রী শরিফা বেগম এবং হবিগঞ্জ জেলার নবিগঞ্জের পিঠুয়া সদরাবাদ গ্রামের সাকিন উল্ল্যার মেয়ে।

শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরিফার পরিবারের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

এ ঘটনায় শরিফার ভাই মিনার মিয়া বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। এরপর শরিফার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৃহবধূর ভাই মিনার মিয়া জানান, প্রায় ৮ মাস পূর্বে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার আন্তসত্তা বোন স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে আসছে। এই করোনার মধ্যে ইফতারি দেয়া নিয়েও ঝামেলা হয়। তাদের কথা মতো ইফতারি দেয়ার পরও তারা খুশি হয়নি। শুক্রবার রাতে আমার বোন ফোন করে জানায় সমস্যা হচ্ছে। এর পর তার সাথে আর কোন যোগাযোগ হয়নি।

শনিবার সকালে বোনের শশুর বাড়ির লোকজন ফোন করে জানায় আমার বোন নাকি আত্মহত্যা করে মারা গেছে। বোনের ডান কানে এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন