দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮৬৯জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৬২৯জন।
মোট শনাক্ত ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৫জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৩৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩লাখ ৩হাজার৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন